সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবার (২২ আগস্ট) বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।
পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে স্ত্রীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যবহারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তদন্ত সংস্থা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
বিক্রমাসিংহে একজন আইনজীবী এবং ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশের ভয়াবহ আর্থিক সংকটের সময় তিনি প্রেসিডেন্ট হন।
শ্রীলঙ্কায় তুমুল বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করলে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
এদিকে, এই গ্রেপ্তারের ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন