শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:১২ পিএম

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:১২ পিএম

কর্নেল শরীফুল খান। ছবি- সংগৃহীত

কর্নেল শরীফুল খান। ছবি- সংগৃহীত

মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল খান। এই পদে উন্নীত হওয়ার মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে একজন হয়েছেন, যার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন তিনি ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে শরিফুল খান একজন।

এছাড়া, গেল ২০ আগস্ট নতুন পদে শরিফুল এম. খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক। গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকার’ স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর একজন কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেটর এবং উৎক্ষেপণে তাঁর দীর্ঘ এবং সফল সামরিক অভিজ্ঞতা রয়েছে। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে স্কোয়াড্রন এবং উইং পর্যায়ে কমান্ডিং পদের দায়িত্ব।

তাঁর এই পদোন্নতি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্যেরই প্রতিফলন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য একটি গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে যেকোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি সফল হতে পারেন, এমনকি মার্কিন সামরিক বাহিনীর মতো একটি কঠোর এবং প্রতিযোগিতামূলক পরিবেশেও।

রূপালী বাংলাদেশ

Link copied!