জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। সম্প্রতি ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকের পর এ কথা জানান। খবর মেহের নিউজের।
ওয়াইসির ওয়েবসাইটে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রীদের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ‘ইসরায়েলের সদস্যপদ লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞার কারণে, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না- তা আরও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। উপরন্তু, জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত।’
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি উদ্যোগ ইসরায়েলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ... ইসরায়েলের একগুঁয়েমি এবং মধ্যস্থতাকারীদের তুষ্টিকরণের প্রচেষ্টার প্রতি সাড়া দিতে অস্বীকৃতির নিন্দা প্রকাশ করছে, যদিও উপত্যকাটির বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার প্রায় দু’বছর পেরিয়ে গেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এটি চলমান যুদ্ধ ও অবরোধের জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দিদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ৬২,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন