সম্প্রতি নেপালে চলমান বিশাল বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর একটি প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করা হয়েছে দাবি করেছে। এই প্রতিবেদনে বিক্ষুব্ধ জনতার হাতে তিনি অপহৃত হয়েছেন বলে উল্লেখ করা হলেও এ ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।
এর আগে মঙ্গলবার দুপুরে কে পি শর্মা প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা ইতোমধ্যেই গৃহীত হয়েছে।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে।
তাই সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’
এর আগে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে বিভিন্ন সামগ্রী লুট করে। এছাড়া, কে পি শর্মার ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়।
জানা গেছে, নেপালে সহিংস বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন