বাংলাদেশসহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বাকি ৮টি দেশ হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউএই ভিসা অনলাইন এ তথ্য জানিয়েছে।
আরব আমিরাত সরকার এই নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ না জানালেও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপের পেছনে রয়েছে—সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যক্রম থেকে বাসিন্দাদের সুরক্ষা, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এবং কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে জানানো হয়েছে এবং নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে তা পর্যালোচনা করা হতে পারে।
নিষেধাজ্ঞার ফলে কিছু দেশের প্রবাসীদের জন্য কাজের অনুমতি নবায়ন বা নতুন চাকরির আবেদন জটিল হয়ে পড়েছে। পাকিস্তান, বাংলাদেশ ও আফ্রিকার কিছু দেশের নাগরিকরা এ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
এদিকে, ব্যবসা ও পর্যটন সম্পর্কও ধীরগতিতে চলছে। তবে যারা বৈধ ভিসায় ইতোমধ্যে আরব আমিরাতে অবস্থান করছেন, তারা প্রভাবিত হচ্ছেন না এবং স্বাভাবিকভাবে কাজ বা বসবাস চালিয়ে যেতে পারছেন বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন