ওমরাহ যাত্রীর জন্য বাধ্যতামূলক রিটার্ন টিকিট কাটার নতুন নিয়ম করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। নিয়মটি সব ধরনের ভিসা এবং সকল দেশের নাগরিকের জন্য প্রযোজ্য হবে। রিটার্ন টিকিট দেখানো না হলে বিমানবন্দর চেক-ইনে যাত্রীদের বোর্ডিং দেওয়া হবে না।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরান দুবাই বিমানবন্দর থেকে সৌদি আরব যাওয়ার সময় চেক-ইনে বাধার সম্মুখীন হন। তার কাছে রিটার্ন টিকিট না থাকায় তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি।
সাঈদ মিরান জানান, তার ওমরাহ ভিসা থাকলেও মক্কায় কয়েকদিন অবস্থান করার পর মদিনাতেও যেতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম পরে রিটার্ন টিকিট কাটব। কিন্তু চেক-ইনে তারা জানাল, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং দেওয়া হবে না। হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল, তাই অনলাইনে টিকিট কেটে চেক-ইন করতে পেরেছি।’
সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, নতুন নিয়মের লক্ষ্য হলো ওমরাহ যাত্রীর ভ্রমণ সূচি নিশ্চিত করা এবং সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থান এড়ানো। আশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক কায়সার মাহমুদ বলেন, ‘যারা নিজে টিকিট বুক করেন, তাদের অবশ্যই রিটার্ন টিকিট কেটে নিতে হবে। এটি কর্তৃপক্ষকে যাত্রীর অবস্থান নির্ধারণে সাহায্য করে।’
নিয়ম অনুযায়ী, রিটার্ন টিকিট দেখাতে ব্যর্থ হলে বিমানবন্দর চেক-ইন প্রক্রিয়ায় যাত্রীদের বোর্ডিং বাধা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন