ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

পশ্চিমাদের অন্তরে কাঁপন ধরাতে ভয়ংকর ক্ষেপণাস্ত্র ‘উৎক্ষেপণ করবে’ রাশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৮:২১ পিএম
৯ মে, ২০২৫ তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম ইউনিট। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার মধ্যেই ভয়ংকর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। মূলত পশ্চিমা বিশ্বের অন্তরে ভয় ধরাতেই এই পরিকল্পনা।

মস্কোর লং রেঞ্জের আরএস-২৪ সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) রেঞ্জ ১১ হাজার কিলোমিটার থেকে ১২ হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। যার ন্যাটো রিপোর্টেড কোড নেম হচ্ছে এসএস-২৯। 

রাশিয়ার থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব প্রায় ৮ হাজার ৪৯০ কিলোমিটার (৫ হাজার ২৭৬ মাইল)। অর্থাৎ ৪৯.৬ টন ওজনের এই লং রেঞ্জের (আইসিবিএম) ক্ষেপণাস্ত্র অনায়াসেই শত্রুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তবে আশঙ্কা দেখা দিয়েছে, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করলেও ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে উত্তেজনা তীব্র করতে পারে।

রোববার (১৮ মে) রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্যটি ফাঁস করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা— জিইউআর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও পশ্চিমা বিশ্বকে ‘ভয় দেখানোর’ জন্য একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার পরিকল্পনা করছে রাশিয়া। দেশটি তার সভেরদলোভস্ক অঞ্চল থেকে খুব তারাতাড়ি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের নির্দেশনা দিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে  জিইউআর বলেছে, “ইউক্রেন, ইইউ ও ন্যাটো সদস্য দেশগুলোর ওপর চাপ এবং অন্তরে ভয় সৃষ্টির জন্য রাশিয়া ইয়ারস কমপ্লেক্স থেকে আরএস-২৪ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘প্রশিক্ষণ ও যুদ্ধর’ জন্য উৎক্ষেপণ করতে চায়।”

তবে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দার এই অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সচরাচর রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেয় না। বলা হয়, তারা সামরিক গোপনীয়তা হিসেবে এসব তথ্য প্রকাশ করেন না। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বিবৃতি দিয়ে থাকে মস্কো।

গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আক্রমণের অভিযোগ রয়েছে। তবে সামরিক আগ্রাসনের মধ্যে যুদ্ধবিরতির জন্য পশ্চিমা মহলের দারস্থ হচ্ছে কিয়েভ। এর মধ্যে রাশিষার অত্যন্ত ভয়ংকর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে। ফলে পশ্চিমা মহল থেকে আরও নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা ঘনীভূত হলো।

আরএস-২৪ ক্ষেপণাস্ত্রকে মূলত আগের আরটি-২/পিএম-২ বা ট্রুপল-এম সিরিজের মিসাইলের উপর আরও আপগ্রেড করে ডিজাইন করা হয়েছে। রাশিয়া এটিকে তার একটি ভবিষ্যতের ‘গেম চেঞ্জার’ অস্ত্র হিসেবে মনে করে। রাশিয়ার স্ট্যাটিজিক মিসাইল ফোর্সেস ইউনিটের হাতে বর্তমানে এই জাতীয় আনুমানিক ৫০-৬০টি মিসাইল থাকতে পারে।