উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। পানিতে নামানোর সময় গুরুতর এ দুর্ঘটনার নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দেশটির নেতা কিম জং উন এ ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে আখ্যায়িত করে বলেন, ‘এটা সহ্য করা যায় না’ । একইসঙ্গে, ঘটনাটি জাতির মর্যাদার জন্য একটি মারাত্মক আঘাত বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বুধবার (২১ মে) দেশটির পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে একটি ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ পানিতে নামানোর সময় এর নিচের অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবারের এই দুর্ঘটনাকে চূড়ান্ত অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক পর্যবেক্ষণ দায়ী বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। কিম জং উন নিজে উপস্থিত ছিলেন উদ্বোধনী ওই অনুষ্ঠানে।
প্রতিবেদনে জানানো হয়, অভিজ্ঞতার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কিম জাহাজটির নকশা ও নির্মাণে যুক্তদের কঠোর ভাষায় দায়ী করেছেন এবং জুন মাসে অনুষ্ঠিতব্য দলীয় এক পূর্ণাঙ্গ সভায় বিষয়টি আলোচনায় আনার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘এক মুহূর্তেই আমাদের জাতীয় গর্ব ধুলিসাৎ হয়েছে। এটা দায়িত্বজ্ঞানহীনতা, অসাবধানতা এবং অবৈজ্ঞানিক পরিচালনার ফল।’
প্রসঙ্গত, এক মাস আগেই উত্তর কোরিয়ায় ‘চো হিয়ন’ নামে আরও একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার উদ্বোধন করা হয়েছিল, যেখানে কিমের সঙ্গে তার কন্যা কিম জু এ উপস্থিত ছিলেন। দেশটির দাবি, সেটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছরের শুরুতেই তা চালু হবে।