ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৬ আগস্ট) সিডনিতে প্রেস ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ ঘোষণা দেন। একই সঙ্গে আরও তিন জন ইরানি কর্মকর্তাকেও বহিষ্কার করা হয়েছে।
সরকার জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক দুটি ইহুদি-বিরোধী অগ্নিসংযোগ হামলার পেছনে ইরানের হাত রয়েছে। এ কারণে ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া তেহরান থেকেও তাদের নিজস্ব কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে।
অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) জানিয়েছে, গত বছরের অক্টোবরে সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন নামের একটি কোশের খাদ্য প্রতিষ্ঠানে এবং ডিসেম্বরে মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে হামলার নির্দেশ দিয়েছিল ইরানি সরকার।
প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, ‘এই হামলাগুলো আমাদের সমাজে বিভেদ সৃষ্টির এবং সামাজিক সংহতি দুর্বল করার প্রচেষ্টা।’ তিনি তদন্তের ফলাফলকে আখ্যা দিয়েছেন ‘অস্বাভাবিক ও বিপজ্জনক আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে।
এএসআইও প্রধান মাইক বার্জেস জানান, দীর্ঘ তদন্তে প্রমাণ মিলেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব হামলার সঙ্গে জড়িত। তাদের নির্দেশ বাস্তবায়নে স্থানীয় অপরাধী ও সংঘবদ্ধ চক্রকে ভাড়াটে হিসেবে ব্যবহার করা হয়েছে। হামলাগুলো আড়াল করতে একটি জটিল প্রক্সি নেটওয়ার্কও সক্রিয় ছিল।
বার্জেস আরও বলেন, সিডনির (২০ অক্টোবর) হামলা ও মেলবোর্নের (৬ ডিসেম্বর) সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় আইআরজিসির সংশ্লিষ্টতা স্পষ্ট। গোয়েন্দারা আরও তথ্য পেয়েছেন যে, দেশটিতে ইহুদিদের স্কুল, বাড়ি, গাড়ি ও উপাসনালয়ে একাধিক হামলার সঙ্গেও ইরানের যোগ থাকতে পারে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের ‘ইসরায়েল’ আক্রমণ ও পরবর্তী গাজা যুদ্ধের পর অস্ট্রেলিয়ায় ইহুদি-বিরোধী ঘটনার সংখ্যা বেড়ে যায়। একই সময়ে ইসলামবিদ্বেষী ঘটনাও নথিভুক্ত হয়েছে।
মেলবোর্নের সিনাগগে হামলার সময় উপাসনাকারীদের জীবন বাঁচাতে পালাতে হয়েছিল। উল্লেখযোগ্য যে, হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ১৯৬০-এর দশকে এ সিনাগগটি প্রতিষ্ঠা করেছিলেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতির ফল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম দেশটি কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল।
সূত্র: বিবিসি, সিবিএস নিউজ



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন