অবশেষে বিক্ষোভ-সংঘাতের জেরে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগ করা হয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করায় ছড়িয়ে পড়া জেন জি আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদাভ।
এর আগে গতকাল সোমবার (৮ সেপ্টম্বর) জেন জি আন্দোলনে সংহতি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং কৃষি ও প্রাণি সম্পদমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেন।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমকে দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। এঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। এ ছাড়া দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করে প্রশাসন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন