নেপালে জেন-জিদের বিক্ষোভে সহিংস পরিস্থিতির মধ্যে ভিডিওবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওবার্তায় তিনি নাগরিকদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়া সব পক্ষকে সংলাপের পথে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘বর্তমান এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা সবার সম্মিলিত দায়িত্ব। তাই আমি প্রতিবাদ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানাচ্ছি এবং সব পক্ষকে সংলাপের পথে এগিয়ে আসার জন্য উৎসাহিত করছি।’
জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে সিগদেল বলেন, ‘শান্তি, নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করা সব নেপালি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। ইতিহাস সাক্ষী, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘নেপাল সেনাবাহিনী সবসময় নেপাল ও এর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় আমরা সম্পূর্ণভাবে নিবেদিত।’
এতে আরও বলা হয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। চলমান অস্থিরতার মধ্যে সংযম প্রদর্শন করে সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য অটুট রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন