ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে টেলিযোগাযোগ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৪০ পিএম
আফগানিস্তানে বন্ধ করা হয়েছে টেলিযোগাযোগ সেবা। ছবি- সংগৃহীত

আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছিল তারা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমানে দেশটি সম্পূর্ণ ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মুখে রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাজধানী কাবুলে তাদের অফিসগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সম্প্রচারও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

তালেবান এখনো এই পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। তবে ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তারা ইসলামী শরিয়াহ আইনের নিজস্ব ব্যাখ্যা অনুসারে একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে। এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, টেলিকম সেবা বন্ধ থাকবে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’।

বেসরকারি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, টেলিভিশন ও রেডিও সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। তাই আপডেট জানার জন্য তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, মঙ্গলবারের জন্য নির্ধারিত অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাজধানী কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সোমবার বিকেল প্রায় ৫টার দিকে তাদের ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনেকে মঙ্গলবার সকালে ব্যাংকিং সেবা ও ব্যবসা শুরু না হওয়া পর্যন্ত এর পূর্ণ প্রভাব টের পাবেন না।

নেটব্লকস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, ‘আফগানিস্তান বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে রয়েছে। তালেবান কর্তৃপক্ষ নৈতিকতার দোহাই দিয়ে একে একে একাধিক নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করেছে। টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশের ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট অথবা সংযোগ না থাকার অভিযোগ করে আসছিলেন। তালেবান বলেছিল, বিকল্প ইন্টারনেট রুট তৈরি করা হবে, তবে সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

ব্যবসায়ী নেতারা সতর্ক করেছিলেন, এভাবে ইন্টারনেট বন্ধ থাকলে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আফগান টিভি চ্যানেল ওয়ানটিভি’র সাবেক প্রধান সম্পাদক হামিদ হায়দারি শাটডাউনের পর বলেন, ‘এখন নিঃসঙ্গতা পুরো দেশকে গ্রাস করেছে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়াকে ছাড়িয়ে আফগানিস্তান এখন আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট বিচ্ছিন্নতার শীর্ষ স্থানে উঠে এসেছে।’