তালেবানের দেশে কেমন আছে নারীরা
মার্চ ৮, ২০২৫, ১২:১৩ পিএম
তালেবানদের ক্ষমতায় আসার পরই বিধি-নিষেধের শেকলে বন্দি আফগান নারীদের জীবন। বন্ধ করা হয়েছে স্কুল। নিষেধাজ্ঞার বেড়ি পরানো হয়েছে ব্যবসাতেও। আর্ট-সংগীত, সেলুন, বিউটি পার্লারগুলোর দরজায় তালা! সরকারি-বেসরকারি সব ধরনের চাকরি থেকে বিতাড়িত! এমনকি ঘরের চৌহদ্দি পেরিয়ে মুক্ত বাতাসেও এখন চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে আফগান নারীদের জন্য।ইতোমধ্যেই তালেবানদের ফতোয়ার বিরুদ্ধে নানাভাবে...