আফগানিস্তানের নিষিদ্ধ সংগঠন তালেবানের ওপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার করেছেন রাশিয়ার আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাশিয়ার সর্বোচ্চ আদালতের রায়ে দেশটির তালিকা থেকে নিষিদ্ধ সংগঠন তালেবানের নাম বাদ দেয়া হয়েছে।
২০০৩ সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনও ধরণের যোগাযোগ ছিলো না সংগঠনটির। এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ।
তবে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ক্ষমতা শুধুমাত্র সরকার গঠন করাই নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে সম্পর্কের ইতি।
এ সুযোগ কাজে লাগাতে রাশিয়া তালেবানের সঙ্গে যোগাযোগ স্থাপন শুরু করে। যোগাযোগ চিরস্থায়ী করতে দেশটির আদালত নিষিদ্ধ সংগঠনের তকমা প্রত্যাহার করেন। যা আন্তর্জাতিক সমর্থন আদায়ে আরও বেশি কার্যকর হবে তালেবানের পক্ষে।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। তবে ২০০১ সালে দেশটির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ স্থাপন করে। তখন থেকেই তাদের উদ্দেশ্য ছিল তালেবান প্রতিহত করা। দেশটির স্থিতিশীলতা নিশ্চিতের জন্য নিরাপত্তায় নিয়োজিত ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
পরবর্তীতে ২০১৪ সালে আফগানিস্তানে আশরাফ ঘানি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ক্ষমতা নেয়া নির্বাচিত সরকার ছিলো যুক্তরাষ্ট্রপন্থি। তাই তাদের যুদ্ধ ছিলো তালেবানের বিরুদ্ধে।
২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল গোষ্ঠীটির জন্য। এজন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে সংগঠনটির। ২০২১ সালের আগস্টে দীর্ঘ দুই দশক লড়াই করে ক্ষমতা গ্রহণ করতে হয় তালেবানকে।
তবে আফগানিস্তান শুধু যুক্তরাষ্ট্রেরই নিয়ন্ত্রণাধীন ছিল না। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এক দশক দেশটি সোভিয়েত বাহিনীরও নিয়ন্ত্রণে ছিল।
সূত্র: আলজাজিরা

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন