শান্তিপূর্ণভাবে কাজ না হলে অন্য পথও খোলা রয়েছে বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান সরকারের এই কূটনৈতিক প্রতিবেশী ভারত সফরে রয়েছেন।
পাক-আফগান সীমান্তে শনিবার রাতের দেড় ঘণ্টার লড়াইয়ে উভয়পক্ষের বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই নয়াদিল্লি থেকে ইসলামাবাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি।
রোববার (১২ অক্টোবর) বিকেলে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের বিষয়ে আমির খান মুত্তাকি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে।
একই সঙ্গে তিনি এ-ও বলেন, 'আমরা (পাকিস্তানের সঙ্গে সমস্যার) শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি শান্তিপূর্ণ পথে কাজ না-হয়, তবে অন্য পথও খোলা রয়েছে।'
আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে এই প্রথমবার ভারত সফরে এসেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ভারতেই অবস্থান করবেন তিনি।
মুত্তাকি বলেন, 'আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করার নীতিতেই চলে আফগানিস্তানের ইসলামিক আমিরশাহী। আমরা কোনও উত্তেজনা চাই না। যদি তারা (পাকিস্তান), তা তেমন কিছু চায়, তবে আফগানিস্তানের কাছে অন্য উপায়ও আছে।'
গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কাবুলের দক্ষিণ-পূর্বে পর পর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ আনে তালেবান সরকার।
কাবুলের দাবি, ওই হামলারই পাল্টা জবাব দেওয়া হয়েছে শনিবারের হামলায়। দিল্লি থেকে রোববারের সংবাদ সম্মেলনে মুত্তাকির বক্তব্য, পাকিস্তানের ‘নির্দিষ্ট একটি অংশ’ এই পরিস্থিতি তৈরি করেছে।
আফগানিস্তানের এই কূটনীতিকের ভাষ্য, 'পাকিস্তানের জনতা এবং সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্কই রয়েছে। কিন্তু সে দেশের (পাকিস্তানের) কিছু লোক সমস্যা তৈরির চেষ্টা করছে।'
তিনি আরও বলেন, 'পাকিস্তানের জনতা এবং সরকারের বেশির ভাগই শান্তিপ্রিয় মানুষ। তারা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। পাকিস্তানের জনতা বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। পাকিস্তানে একটি নির্দিষ্ট অংশ রয়েছে যারা পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছে।'
সরাসরি নাম উল্লেখ না-করলেও পাকিস্তানের ‘নির্দিষ্ট একটি অংশ’ বলতে দেশটির সেনাবাহিনীকেই বোঝাতে চেয়েছেন মুত্তাকি।
শনিবার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে ইতোমধ্যে একটি বিবৃতি জারি করেছে কাবুল। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ওই বিবৃতিতে বলেন, 'আইএসের গুরুত্বপূর্ণ সদস্যরা পাকিস্তানের মাটিতে লুকিয়ে আছে। পাকিস্তানের উচিত তাদের দেশ থেকে বের করে আমাদের হাতে তুলে দেওয়া। এই আইএস গোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশের জন্য আশঙ্কার কারণ।
আফগানিস্তানের জন্যেও তাই। যারা অশান্তি করে, তাদের সকলকে আমরা বের করে দিয়েছি। কিন্তু তাদের জন্য পাখতুনখোয়ায় নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। করাচি ও ইসলামাবাদ বিমানবন্দর দিয়ে তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে ঢোকানো হচ্ছে।'
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন