ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন। জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় তালেবান সম্পৃক্ততার পাকিস্তানের অভিযোগের পর তালেবান এ অভিযোগ অস্বীকার করে এবং তীব্র নিন্দা জানায়। এরপর ভারত-তালেবান মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ এটি।
বৃহস্পতিবার (১৫ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তালেবান সরকার কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েক দিন পরই মুত্তাকির সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ হলো। যদিও আফগানিস্তানের তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি।
এদিকে, আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর গোপনে ভারত সফর করেছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য সানডে।
এ সফর নিয়ে ভারত বা তালেবানের মুখপাত্র কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এ ছাড়া ইব্রাহিম ভারত সফরকালে কার সঙ্গে দেখা করেছেন সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোনালাপের কিছুক্ষণ পরই এক্স হ্যান্ডেলের এক পোস্টে জয়শঙ্কর বলেন, ‘আজ সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করেছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
আপনার মতামত লিখুন :