ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

রোগী সেজে হাসপাতালে দুদক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৩:৪৬ এএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি-সংগৃহীত

রোগী সেজে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টার এই অভিযানে হাসপাতালের রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম ও মো. আতিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালে আবাসিক রোগীদের জন্য বরাদ্দকৃত ২১০ গ্রামের মুরগির মাংসের পরিবর্তে মাত্র ১১২ গ্রাম দেওয়া হচ্ছে।

এছাড়াও ওষুধ বিতরণে অনিয়ম এবং নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাপক উদাসীনতা চোখে পড়ে দুদক কর্মকর্তাদের।

জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা প্রথমে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর বিভিন্ন শাখায় গিয়ে নানা অনিয়ম দেখতে পান। 

তিনি আরও বলেন, অনিয়মের সব তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযান শুরুর পূর্বে দুই ঘণ্টা ধরে দুদক কর্মকর্তারা রোগী সেজে তথ্য সংগ্রহ করেন। এরপর অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানীকে অনুপস্থিত পান তারা। 

এ সময় মেডিকেল অফিসার নুরে আলম সৈকত দুদক কর্মকর্তাদের হাসপাতাল সংক্রান্ত সব তথ্য দিয়ে সহযোগিতা করেন।