ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

এবার নাগরিকত্বের বিষয়ে কঠোর হচ্ছে জার্মানি 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:৫১ এএম
প্রতীকী ছবি

জার্মানিতে তিন বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার যে সুবিধা চালু রয়েছে, সেটি বন্ধের প্রস্তাব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৮ মে) মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব আইন সংশোধনের একটি খসড়া উপস্থাপন করবেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট।

 

এই প্রস্তাব অনুযায়ী, স্বল্প মেয়াদে অর্থাৎ মাত্র তিন বছর জার্মানিতে বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগটি বাতিল করতে চায় সরকার।

ডোব্রিন্ডট মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘এই এক্সপ্রেস নাগরিকত্ব আমরা বন্ধ করব। জার্মান নাগরিকত্ব এমন একটি বিষয়, যা একটি সুসংহত ইন্টিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হওয়া উচিত, শুরুতেই নয়।’

তার মতে, তিন বছরের অভিজ্ঞতা একজন অভিবাসীর পক্ষে জার্মান সমাজে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার জন্য যথেষ্ট নয়।

বর্তমানে, বিদেশি নাগরিকরা পাঁচ বছর জার্মানিতে টানা বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এর আগে এই সময়সীমা ছিল আট বছর।

 

সূত্র: ডিডব্লিউ