পেহেলগাম ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধ রব। উভয় পক্ষই প্রতিনিয়ত ‘মারাত্মক’ হামলার হুমকি দিচ্ছে। যেন এই বুঝি রক্তক্ষয়ী বিধ্বংসী সংঘাতে জোড়ালো দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।
কিন্তু সরাসরি অস্ত্র হাতে রণক্ষেত্রে নামছে না ভারত। বরং কৌশলে প্রতিপক্ষ পাকিস্তানকে শায়েস্তার পথ বেঁছে নিয়েছে।
নদীর পানিপ্রবাহ, আকাশপথ বন্ধ, ভিসা বন্ধ, কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরির পাশাপাশি ডিজিটাল ক্র্যাকডাউনের পথে হেঁটেছে নয়াদিল্লি।
সাবেক ক্রিকেটার শোয়েব আখতারসহ ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধের পর ভারত এবার কয়েক ডজন পাকিস্তানি অভিনেতা, ক্রীড়াবিদ ও অন্যান্য সেলিব্রিটিদের সামাজিক অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।
নিষেধাজ্ঞার এই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজ।
বলিউডের নিয়মিত তারকা ফাওয়াদ খান ও আতিফ আসলামের অ্যাকাউন্টও নিষিদ্ধের তালিকায় রেখেছে ভারত।
পাশাপাশি বর্তমান ও সাবেক ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শহীদ আফ্রিদি ও ওয়াসিম আকরামের মতো অনেকের সোশ্যাল হ্যান্ডেল নিয়ন্ত্রিত করা হয়েছে।
অলিম্পিক স্বর্ণপদকজয়ী আর্শাদ নদীমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতীয় ব্যবহারকারীরা দেখতে পারছেন না। নয়াদিল্লির এই ডিজিটাল ক্র্যাকডাউনের ব্যাপকতা শুধু ক্রিকেট নয়, সর্বত্র ছড়িয়ে পড়েছে।
হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর এবং সানাম সাঈদের মতো প্রখ্যাত সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে দেখা যাচ্ছে না।
এছাড়াও পাকিস্তানি অভিনেতাদের মধ্যে বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস ও সজল আলীর অ্যাকাউন্ট প্রতিপক্ষ রাষ্ট্রটিতে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
দেশটির ব্যবহারকারীরা এসব অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে ‘আইনগত অনুরোধের সঙ্গে সামঞ্জস্য রাখার কারণে অ্যাকাউন্টটি অনুপলভ্য’ লেখাটি দেখা যাচ্ছে।
শনিবার (৩ মে) পাকিস্তানের সেনাবাহিনী একটি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’ চালায়। এটিকে হুমকি হিসেবেই দেখছে ভারত, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
এর আগে, গত ২২ এপ্রিলের ঘটনার পর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ একে অপরের নাগরিকদের বহিষ্কার করেছে, প্রধান সীমান্ত পারাপার বন্ধ ও আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :