ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাঁচতে হলে পাকিস্তানকে জঙ্গি কাঠামো ভাঙতে হবে: মোদি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০১:০২ পিএম
পাকিস্তানকে জঙ্গি অবকাঠামো অপসারণের নির্দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি: সংগৃহীত

বাঁচতে হলে পাকিস্তানকে জঙ্গি অবকাঠামো অপসারণ করার  হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-পাকিস্তান গত সপ্তাহের মারাত্মক সংঘাতের পর এটিই হচ্ছে তার প্রথম বক্তব্য।

 

১২ মে সোমবার নয়াদিল্লি থেকে বার্তাসংস্থা রয়টার্সকে জানানো হয়, পাকিস্তান যদি ‘বাঁচতে’ চায় তবে তাদের সব ‘জঙ্গি অবকাঠামো ‘অপসারণ করতে হবে। তিনি পাকিস্তানশাসিত কাশ্মীর প্রসঙ্গে আরও বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জানাতে চাই যে, আমরা শুধু জঙ্গিবাদ নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলব, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে নয়’।

ভারত অধিকৃত কাশ্মীরে ২৬ হিন্দু পর্যটক হামলায় নিহতের প্রত্যুত্তরে বুধবার (৭ মে) ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানের জঙ্গি আস্তানায় ভারতের হামলার পর উভয় রাষ্ট্রের সংঘাত ত্বরান্বিত হয়। ভারতের দাবি পেহেলগামের ওই হামলার সঙ্গে ইসলামাবাদের সম্পৃক্ততা আছে। পাকিস্তান বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। 


 
শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই রাষ্ট্র।