বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

ভারতের ‘২৭ জায়গা’ নিজেদের দাবি করে নাম বদলাল চীন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

ভারতের ‘২৭ জায়গা’ নিজেদের দাবি করে নাম বদলাল চীন

চীন-ভারত সীমান্ত। ছবি-সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি স্থান নিজেদের দাবি করে নাম পরিবতর্ন করেছে চীন। তবে বেইজিংয়ের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, রাজ্যটি ভারত ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

বুধবার (১৪ মে) বেইজিংয়ের এ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১১-১২ মে ভারতের অরুণাচল প্রদেশের ওই স্থানগুলোর নতুন নাম এককভাবে প্রকাশ করেছে চীনের বেসামরিক পরিবহন মন্ত্রণালয়।

প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীন ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলোর নতুন নামকরণ করেছে, যা অহেতুক ও অযৌক্তিক প্রচেষ্টা। আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারত ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে।’

আজ বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, জাংনান চীনের ভূখণ্ডের অংশ। চীন সরকার জাংনানের কিছু অংশের নামকরণ করেছে মাত্র। এটি চীনের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। গত ১১ মে জাংনানের পঞ্চম ব্যাচের মানসম্মত ভৌগোলিক নাম প্রকাশ করেছে চীনা বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়।

 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিং অতীতেও অরুণাচল প্রদেশের স্থানগুলোর নাম পরিবর্তন করেছে। বিষয়টি দু’দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২০ সালে সীমান্তে ‘মারাত্মক’ সামরিক সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্কের তীব্র অবনতি হয়।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে চীন ভারতের উত্তর-পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর বিভিন্ন স্থানের ৩০ স্থানের নতুন নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছিল।

এটিই প্রথমবার নয় যে, চীন ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করেছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, চীন অরুণাচল প্রদেশের তথাকথিত ‘মানসম্মত’ ভৌগোলিক নামের একটি তালিকা প্রকাশ করেছে। এটিকে বেইজিং জাংনান নামে স্বীকৃতি দিয়েছে।

বেইজিং কর্তৃক নাম পরিবর্তন করা ৩০টি স্থানের মধ্যে রয়েছে ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি পর্বত গিরিপথ, ১১টি আবাসিক এলাকা ও এক টুকরো জমি।

নামের তালিকা ছাড়াও, চীনা মন্ত্রণালয় বিস্তারিত অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও অঞ্চলের একটি উচ্চ-রেজোলিউশন মানচিত্রও ভাগ করে নিয়েছে।

২০১৭ সালে বেইজিং অরুণাচল প্রদেশের ছয়টি স্থানের জন্য ‘মানসম্মত’ নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। এরপর ২০২১ সালে ১৫টি স্থানের দ্বিতীয় তালিকা, ২০২৩ সালে আরও ১১টি স্থানের নাম প্রকাশ করেছিল।

Link copied!