ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

পাকিস্তানের হামলায় জম্মু-কাশ্মীরের ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১১:৪৯ এএম
সীমান্তরেখায় গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ ছবি: সংগৃহীত

টানা বেশ কয়েকদিনের হামলা-পাল্টা হামলায় ভারতশাসিত জম্মু-কাশ্মীর সীমান্তরেখার কাছে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ কমলেও সীমান্ত এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। এ হামলায় শত শত গ্রাম বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়াও ঘরছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। 

প্রতিবেদনে আরও জানানো হয়, সীমান্তবর্তী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরি। এদের মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা হয়েছে জম্মুর পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় এ জেলায় নিহত হয়েছেন ১৪ জন।

স্থানগুলোতে বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি বলেন, ‘আমরা পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব।’

উল্লেখ্য, টানা কয়েকদিনের হামলা, পাল্টা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত-পাকিস্তান। একই সঙ্গে নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা।