ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, যেসব নদীর ওপর ভারতের মালিকানা রয়েছে, সেগুলোর পানি পাকিস্তানে আর যাবে না।
বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী ও অর্থনীতিকে এর মাশুল গুণতে হবে।’
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি প্রতিবেশী দেশটির সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
সেই ঘটনার এক মাস পর এমন মন্তব্য করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। পেহেলগামে ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু।
নয়াদিল্লির অভিযোগ, এই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।
সিন্ধু চুক্তির আওতায় ভারত থেকে বয়ে যাওয়া তিনটি নদীর পানি পাকিস্তানের কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরিসংখ্যান অনুযায়ী, এসব নদীর পানি পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে ব্যবহৃত হয়।
তবে চলতি মাসে পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, চুক্তি স্থগিতের ফলে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সম্পর্ক ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই উত্তেজনাপূর্ণ। দুই দেশ এরই মধ্যে তিনটি যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করলেও বাস্তবে তারা এটিকে ভাগ করে শাসন করছে।
আপনার মতামত লিখুন :