ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জম্মু-কাশ্মিরে তিন ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি ভারতের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:০০ পিএম
জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভারতীয় সেনা। ছবি- সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের দারার কাছে লিদওয়াস এলাকায় সন্দেহভাজন তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (২৮ জুলাই)   ওই এলাকায় ‘সন্ত্রাসী’ তৎপরতার খবর পাওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের এক বিবৃতিতে জানানো হয়, তীব্র গুলিবিনিময়ের মধ্যে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই অভিযানে এখনও তল্লাশি চলছে। সেনাবাহিনী জানিয়েছে, স্থল অভিযান জোরদার করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

শ্রীনগরের এসএসপি জিভি সুনদীপ চক্রবর্তী জানান, নিহত তিনজনই পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) জঙ্গি সংগঠনের সদস্য। তবে গত ২২ এপ্রিল পেহেলগাম হামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, ‘আমরা তাদের পরিচয় যাচাই করছি’।

এই অভিযান চলমান ‘অপারেশন মহাদেব’-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। দারা অঞ্চলটি কঠিন ও দুর্গম ভূখণ্ডে অবস্থিত একটি পরিচিত ট্রেকিং গন্তব্য।

সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযানের সময় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে হাশিম মুসা লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার। তাকে পেহেলগাম হামলার শীর্ষ ষড়যন্ত্রকারী এবং কার্যকরকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

তবে শ্রীনগরের এসএসপি নিহত তিনজনকে এলইটির সদস্য দাবি করে বলেন, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে নিহতরা পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্য ছিল।