ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন আখাল’-এ তিনজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। আহত হয়েছেন একজন ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স হ্যান্ডেলে জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযান গতকাল রাতভর অব্যাহত ছিল। ‘সন্ত্রাসীরা’ গুলিবর্ষণ পাল্টা জবাব দেয় সেনারা।
রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন আখাল’ চলতি বছরের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী মহড়াগুলোর মধ্যে একটি। আজ রোববার তৃতীয় দিনে প্রবেশ করেছে অভিযানটি। গতকাল নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে। ফলে চলমান অভিযানে নিহত সন্ত্রাসীর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বনাঞ্চলে রাতভর বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ অব্যাহত ছিল। জম্মু ও কাশ্মির পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ দলের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ এখনো চলছে।
শুক্রবার এলাকায় ‘সন্ত্রাসী’দের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী আখল বনে একটি ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। বনের আড়ালে লুকিয়ে থাকা একদল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে সংঘর্ষ শুরু হয়।
প্রাথমিক গুলি বিনিময়ের পর শুক্রবার রাতে অভিযানটি স্থগিত করা হয়। শনিবার পুনরায় শুরু হলে নিরাপত্তা বাহিনী তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা করে।
কর্মকর্তারা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, নিহতরা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) সদস্য ছিল। সংগঠনটি পেহেলগাম বন্দুকধারীদের হামলার দায় স্বীকার করেছিল, যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।
উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা এবং অভিজাত আধাসামরিক বাহিনী এই অভিযানে জড়িত। ডিজিপি এবং ১৫তম কর্পস কমান্ডার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।