ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভারি বর্ষণের কারণে ভূমিধসে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার কাটরার রিয়াসি থানার জ্যেষ্ঠ পুলিশ সুপার পরমবীর সিং-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে রিয়াসি জেলার অর্ধকুয়ারি এলাকার ইন্দরপ্রস্থ ভোজনালয়ের কাছে। এটি কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরের ১২ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথের মাঝামাঝি অংশে অবস্থিত। বুধবার বিকেল ৩টার দিকে পাহাড় থেকে কাদা ও বড় বড় পাথর ধসে পড়ে, এতে বহু তীর্থযাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এখনো বেশ কয়েকজন আটকা রয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন।
দুর্ঘটনার পর যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়। এরইমধ্যে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের একটি দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে।
এদিকে, টানা ভারি বর্ষণে জম্মু-কাশ্মীরে সেতু, বৈদ্যুতিক খুঁটি ও টেলিযোগাযোগ টাওয়ার ভেঙে পড়েছে। ফলে মোবাইল সেবা বন্ধ হয়ে যাওয়ায় লাখো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
পাশাপাশি জম্মু-শ্রীনগর ও কিশতওয়ার-ডোডা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড়ি এলাকায় বহু সড়কও ভেঙে গেছে। এ ছাড়া, বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন