ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ ইহুদি হতাহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৫:৫১ পিএম
১৩ জুন ইসরায়েলের রামাত গানে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার ও নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। ছবি- রয়টার্স

ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দ্বিতীয় ধাপে ২০০ জনেরও বেশি ইহুদি নিহত ও আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে ও রোববার (১৫ জুন) ভোরে তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম এবং রেহোভট শহরগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি মিডিয়া হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে।

কিছু সংবাদমাধ্যম হামলায় ২০৭ জন আহত এবং ১০ জন নিহত হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, বাত ইয়ামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ৩৫ জন নিখোঁজ রয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক ডজন আটকা পড়েছে।

ইসরায়েলি গণমাধ্যম তেল আবিবের কিছু অংশে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক’ বলে বর্ণনা করেছে। হামলার ফুটেজে তেল আবিবের দক্ষিণে তীব্র ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ইঙ্গিত পাওয়া গেছে।

ইহুদিবাদী সরকারের রেডিও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাত ইয়াম শহরে কয়েক ডজন বাড়িঘর এবং ভবন ধ্বংস হয়ে গেছে।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তেল আবিবের দক্ষিণে রেহোভোতে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্রও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সংবাদ সূত্র জানিয়েছে, ইরান নতুন করে আক্রমণের ধারায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের বৃহৎ আকারের সামরিক অভিযানের সর্বশেষ দফা (ট্রু প্রমিজ থ্রি) শনিবার গভীর রাতে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরপরই আইআরজিসির জনসংযোগ বিভাগ একটি বিবৃতি জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির মহাকাশ বিভাগ ইহুদিবাদী সরকারের নতুন আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অভিযানের এই নতুন ধাপ শুরু করেছে।

এই হামলায় তেল শোধনাগার ও বিদ্যুৎ গ্রিড-সহ বেশ কয়েকটি কৌশলগত ইসরায়েলি সামরিক এবং শিল্প স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ