ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ইসরায়েলের আকাশ ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি ইরানের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১০:২৫ এএম
তেলআবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি- সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সবশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে, আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।

এই বিবৃতি ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা প্রকাশ করেছে। তবে এতে আর কোনো নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়।

আইআরজিসির এই বিবৃতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।