ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

যমুনায় যাচ্ছে জামায়াতসহ ৮ দলের প্রতিনিধিদল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৩০ পিএম
যমুনায় যাচ্ছে ৮ দলের প্রতিনিধিদল। ছবি- সংগৃহীত

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা রাজধানীতে পুলিশের বাধার মুখে পড়েছে। পরে জামায়াতসহ আট দলের একটি প্রতিনিধিদল ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশে রওনা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে মৎস্য ভবন এলাকায় পৌঁছালে মিছিলটি পুলিশের বাধার সম্মুখীন হয়।

এর আগে সকালেই শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা শুরু করে পল্টন অভিমুখে এবং পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনে আবার জীবন দেব, তবুও জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

এ ছাড়া সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পল্টন থেকে পদযাত্রা শুরু হয় যমুনার উদ্দেশে।

জামায়াতসহ ৮ ইসলামী দলের পাঁচ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।