ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

দাবি আদায়ের পথে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১২:২১ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‌‘দাবি আদায়ের পথে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র লক্ষ করা যাচ্ছে।’ তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ঐকমত্য কমিশনের প্রধান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব আপনার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এখনই জারি করুন।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে সমবেত হয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, চলতি মাসে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, প্রধান উপদেষ্টা একজন মর্যাদাশীল ব্যক্তি। জুলাই সনদ বাস্তবায়ন করে তিনি তার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারেন। মাঠে তিনি রেফারির দায়িত্বে আছেন, তাই নিরপেক্ষ থাকা জরুরি। ইতিমধ্যে নতুন নতুন দলও আমাদের সঙ্গে যোগদানের অঙ্গীকার করেছে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে জুলাই সনদের গুরুত্ব হ্রাস পাবে। এই সনদের অবমাননা জাতি কখনোই মেনে নেবে না।

তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি রাখার জন্য অভিনন্দন জানাই, তবে এটিকেও ঘিরে নানা টালবাহানা চলছে। কোনো রাজনৈতিক দলের চাপে জুলাই সনদের একটি ধারাও যদি পরিবর্তন করা হয়, তাহলে নিরপেক্ষতার প্রশ্নে বড় সংকট তৈরি হবে।

আজকের কর্মসূচিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল যৌথভাবে অংশ নিচ্ছে এবং দুপুরে তারা প্রধান উপদেষ্টার কাছে লিখিত স্মারকলিপি পেশ করবে।