ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ইরান হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন : উত্তর কোরিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন । ছবি- সংগৃহীত

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে দেশটি। খবর আলজাজিরা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানে মার্কিন হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান-ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ‘অবিরাম যুদ্ধপ্রবণতা ও ভূখণ্ড সম্প্রসারণ’ দায়ী। পশ্চিমা বিশ্বের নেতাদের ও ইসরায়েলি আগ্রাসণমূলক কর্মকাণ্ড উৎসাহিত করার জন্য দায়ী করেছেন তিনি। 

এই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে, তা একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে নির্মমভাবে পদদলিত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

উত্তর কোরিয়ার এই মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উসকানিমূলক ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানান’।

উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই উষ্ণ সম্পর্ক রয়েছে এবং সামরিক প্রযুক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সন্দেহ রয়েছে।