ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ইরাকের ৩ সামরিক ঘাঁটিতে হামলা চালাল কারা?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১০:২০ এএম
ইরাক ও বাগদাদে হামলা চালাল কারা?

ইরাকে সাবেক মার্কিন ঘাঁটি ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। খবর: আলজাজিরা।

মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে হামলা চালিয়েছে কে তা এখনো জানা যায়নি।

বাগদাদভিত্তিক টিভি আল সুমারিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এ ছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান২৪ চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

এ ছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত।

ইরাকে হামলার ঘটনায় ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাতের অবনতির শঙ্কা করা হচ্ছে। যদিও হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

তবে যুক্তরাষ্ট্রের একটি সূত্র বলছে, হামলাগুলো সম্ভবত ইরান-সমর্থিত মিলিশিয়াদের ড্রোন থেকে এসেছে।

এদিকে স্থানীয় রিপোর্টে হামলাকারী সম্পর্কে বলা হয়নি—তাই এই হামলাকে ‘অজ্ঞাত উৎস’ থেকেই চালানো হয়েছে বলা যায়।