ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

পতিতাবৃত্তির দায়ে সৌদিতে গ্রেপ্তার ১২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৮:৫৩ পিএম
পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। প্রতীকী ছবি

সৌদি আরবের নাজরান প্রদেশে একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী ও পাঁচজন পুরুষ।

মঙ্গলবার (১৫ জুলাই) সৌদি গ্যাজেটের খবরে জানানো হয়েছে, নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্স এই অভিযান পরিচালনা করে। তাদের সহায়তা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিট।

সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে বিচারের জন্য।

সৌদি আরবে পতিতাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই অপরাধে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এ ধরনের অপরাধে বেত্রাঘাতের শাস্তি ছিল, তবে পরে সৌদির সুপ্রিম কোর্ট এই শাস্তি বাতিল করে।

যদি কোনো প্রবাসী এমন অপরাধে দোষী প্রমাণিত হন, তবে শাস্তি শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। আর যেহেতু সৌদি আইনে বিবাহবহির্ভূত সম্পর্কও অপরাধ হিসেবে বিবেচিত, তাই কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।