তীব্র দাবদাহে ইরানের বহু অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেই সাথে দেশটিতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এ অবস্থায় বাসিন্দাদের সীমিত পরিমাণ পানি ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বুধবার জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে তেহরানে। আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের মধ্যে এ সপ্তাহে ইরানে সবচেয়ে বেশি গরম পড়েছে। রোববার তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সোমবার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, ইরানে পানির সংকট একটি গুরুতর সমস্যা, বিশেষ করে দেশটির দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে। এই সংকটের জন্য দায়ী করা হয়েছে অব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে।
বার্তা সংস্থা আইএসএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বাসিন্দাদের পানি সাশ্রয় করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইরানজুড়েই এ ধরনের আহ্বান জানানো হয়েছে। একাধিক প্রদেশের বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের পানি ব্যবস্থাপনা কোম্পানি বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানির ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক বছর ধরে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে একশ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
শনিবার ইরানের রক্ষণশীল পত্রিকা হিসেবে পরিচিত জাভানের প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে।
পানি সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে বাসিন্দাদের কাছে রোববার ক্ষমা চেয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। এ সময় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :