অবরুদ্ধ গাজায় ‘ইসরায়েল’-এর সম্ভাব্য দখল অভিযান এবং ফিলিস্তিনিদের উত্তর সিনাইয়ে ঠেলে দেওয়ার আশঙ্কায় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিশর।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে প্রায় ৪০ হাজার মিশরীয় সেনা সিনাই এলাকায় অবস্থান করছে, যা ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তিচুক্তিতে অনুমোদিত সংখ্যার প্রায় দ্বিগুণ।
তিনি বলেন, সেনাবাহিনী বছরের মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এ মোতায়েন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরাসরি নির্দেশে হয়েছে। রাফাহ ও শেখ জুওয়েইদসহ সীমান্তবর্তী এলাকায় সাঁজোয়া যান, ট্যাংক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
মিশর কর্তৃপক্ষ জানিয়েছে, এই মোতায়েন সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং সীমান্ত নিরাপত্তার জন্য। তবে সীমান্তে কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
দেশটি একাধিকবার স্পষ্ট করেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত এবং সিনাইয়ে বসতি স্থাপনের চেষ্টা তাদের জন্য বড় হুমকি।
দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সাইদ হুসেইন খলিল এল-সিসি বলেন, ফিলিস্তিনিদের নিজস্ব ভূমিতেই সমাধান খুঁজতে হবে, উৎখাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মিসরকে মহাদেশের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর দেশ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি, এটি মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে একটি আঞ্চলিক শক্তি হিসেবেও পরিচিত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন