অবরুদ্ধ গাজা উপত্যকার সালাহ আল-দ্বীন সড়কের বেশিরভাগ শর্মার দোকান বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে তারা।
রোববার (২ নভেম্বর) হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মুরগি বিক্রি করছিল এমন দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গাজার স্থানীয় কর্তৃপক্ষ সব খাদ্যপণ্যের জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে এবং ব্যবসায়ীদের সেই মূল্য মেনে চলার নির্দেশ দিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাত্র ৩ হাজার ২০৩টি ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪৫টি ট্রাক গাজায় ঢুকেছে, যা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের প্রায় ২৪ শতাংশ।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনগুলোকে আটকে রাখছে, যার ফলে ২৪ লাখেরও বেশি মানুষের ওপর মানবিক সংকট ভয়াবহভাবে নেমে এসেছে। এর সম্পূর্ণ দায় ইসরায়েলের।
সূত্র : টাইমস অব ইসরায়েল

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন