ভারত অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আক্রমণ করেছিল, কিন্তু পাকিস্তান সশস্ত্র বাহিনী বিমানগুলোকে কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার (১৭ মে) সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় জেট পাঠিয়েছিল ভারত, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন আকাশে ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে।
তিনি আরও জানান, আমার বাসায় অনেক ছাত্রী এসে সংহতি জানিয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞ আমি। কারণ দেশের প্রতি তাদের এই ভালোবাসা সত্যিই অনন্য।
তিন বাহিনীর প্রধান ও প্রতিটি সৈনিককে অভিনন্দন জানান খাজা আসিফ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতি ও সেনাবাহিনীর পাশে সবসময় থাকবে, দেশের নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত আছেন।