ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২০ হাজার শিক্ষার্থী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:৩৮ পিএম
গাজার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে এ পর্যন্ত আহত হয়েছে আরও ৩১ হাজারের বেশি শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শুধু গাজাতেই ১৯ হাজার ৯১০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। পশ্চিম তীরে প্রাণ গেছে আরও ১৪৮ জনের। গাজায় আহত হয়েছে ৩০ হাজার ৯৭ জন, আর পশ্চিম তীরে আহতের সংখ্যা ১ হাজার ৪২।

হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৩৭ জন শিক্ষক ও স্কুলকর্মী নিহত এবং আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন। এ ছাড়া ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা প্রশাসনিক কর্মীকে আটক করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ছাড়া ১১৮টি সরকারি স্কুল ও জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের রেজিস্টার থেকে ৩০টি স্কুলের নামই মুছে ফেলা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীও আর জীবিত নেই। পশ্চিম তীরে হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বারবার ইসরায়েলি হামলায় অন্তত আটটি বিশ্ববিদ্যালয়ের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ, আহত হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি। একই সময়ে পশ্চিম তীরেও সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে কমপক্ষে ১ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং ১ হাজার ৬০০ শিশুসহ ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

সূত্র: আনাদোলু