বরগুনার পাথরঘাটায় ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাদের বাগ্্বিত-ার একপর্যায়ে জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও কর্মী নাসির উদ্দিন চৌধুরীকে রামদা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা অমিত হাসান শুভ ও সহযোগীদের বিরুদ্ধে। এ সময় নাসির উদ্দিন চৌধুরীকে অচেতন অবস্থায় ফেলে রেখে যান তারা। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কের উত্তর মাথায় এ ঘটনা ঘট। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান। বিষয়টি নিয়ে শহরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা হয়েছে। আহত নাসির উদ্দিন পাথরঘাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিনের ছেলে এবং ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাবা।
মামলার আসামিরা হলেনÑ পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরাফাত রহমান অভি, পৌর সাবেক দপ্তর সম্পাদক অমিত হাচান শুভ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুনিম, আল আমিন বায়জিদ, মাহবুব, জিহাদ খান, বাশার, শাওন।
মামলার বিবরণে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার সামনে ছাত্রদলের নেতা অমিত হাসান শুভর অনুসারীরা এসে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উত্ত্যক্তের অভিযোগ দিয়ে তর্কে জড়ান। বিষয়টি শিবিরের কর্মীরা প্রমাণ করতে বললে তারা বলেন, তাদের বড় ভাই শুভ এসে সমাধান করবেন। কিছুক্ষণ পরে শুভ এলে শিবির ও ছাত্রদলের কর্মীরা আবারও তর্কে জড়ান। পরে বিষয়টি সমাধানের জন্য থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আলামিন, বাইজিদ, মাহাবুব, শাওনসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে শহরে মহড়া দেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির মো. বজলুর রহমানের ফার্মেসিতে হামলা চালান। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াতের কর্মী নাসিরুদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ জানান, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, এ সম্পর্কে তিনি কিছুই জানে না। উল্টো রাতে তার ওপর হামলা হয়েছে। তিনি রাজনীতি করেন, তাই হয়তো কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসিরউদ্দিনের ওপর হামলা করেছে। আমাদের কর্মী নাসিরুদ্দিন এখন মৃত্যুশয্যায়। যারা কুপিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা থানায় মামলা করেছি।
পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব ইসমাইল শিকদার জানান, পৌর শহরের ছাত্রশিবির ও ছাত্রদলের একটি মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিশ-মীমাংসার জন্য বসেছিলাম। এ সময় জামায়াত ইসলামীর কর্মীকে কারা কুপিয়েছে তা আমাদের জানা নেই।
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, মারামারির ঘটনা নিয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়।
আপনার মতামত লিখুন :