পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভবনটি ধসে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ এএফপিকে বলেন, ১০০ জনের বেশি মানুষ ভবনটিতে বাস করত। করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব বলেন, ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মাণ করা হয়েছিল এবং কয়েক বছর আগে ভবনটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল নগর প্রশাসন কর্তৃপক্ষ।
সম্প্রতি করাচি শহরের খারাদার এলাকায় আরেকটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিন্ধু পরিষদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি ডিসেম্বরে প্রাদেশিক সরকারকে করাচিজুড়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে ৫৭০টিরও বেশি ভবন খালি করার নির্দেশ দেয়।
আপনার মতামত লিখুন :