যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে হড়কা বানে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশুসহ আরও অনেকে নিখোঁজ রয়েছে। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে ‘বিধ্বংসী বন্যা’ দেখা দেয়। তিনি জানান, বন্যাকবলিত এলাকায় ব্যাপক অনুসন্ধান চলছে, যাতে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধারকারী দল এবং ভূখণ্ডে থাকা ৫০০ কর্মী অংশ নিচ্ছেন। কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা প্রাণহানির এই খবর জানান। এর আগে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্সের খবরে ১৩ জনের প্রাণহানির খবর জানানো হয়েছিল। সে সময় ২৩ জন মেয়েশিশু নিখোঁজ থাকার কথা জানানো হয়। তারা গ্রীষ্মকালীন ক্যাম্পে ছিল। মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি.) উত্তর-পশ্চিমে অবস্থিত এই এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :