ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে মনোনয়নপ্রত্যাশীদের তোড়জোড় শুরু হয়েছে। রাজশাহীর ৬টি আসনে বিএনপি, জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী এখন মাঠে সক্রিয়। শুভেচ্ছা ব্যানার ও সামাজিক কর্মকা-ের মাধ্যমে চলছে প্রচারণা। ফলে পুরো জেলায় নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): এই আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী ৭ জন। প্রবীণদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন এবং জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আভা হক (প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী), বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, অধ্যক্ষ সালাম বিপ্লব ও সাজেদুর রহমান মার্কনী।
রাজশাহী-২ (সদর): এ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুই সবচেয়ে আলোচিত নাম। তিনি নিয়মিতই সাধারণ মানুষের মাঝে উপস্থিত থাকছেন। তার পক্ষ থেকে রিকশায় ঘুরে ঘুরে জনসংযোগ চালানো হচ্ছে।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি তো সেই ’৯১ সাল থেকেই রাজশাহীর মানুষের সঙ্গে আছি। আন্দোলন-সংগ্রাম ও উন্নয়ন সব কিছুতেই মাঠে ছিলাম, আছি এবং থাকব।’
এ আসনে জামায়াতে ইসলামী মহানগরের নায়েবে আমির ডা. মো. জাহাঙ্গীর আলমকেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের ঘোষণার পর তিনি মাঠে সক্রিয় হয়েছেন।
তিনি জানান, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী-২ আসনে কাজ করছি। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে একটি বড় নির্বাচনি শোডাউন করার পরিকল্পনা রয়েছে।’
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): এই আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি মিলে মোট ১০ জন সম্ভাব্য প্রার্থী এখন পর্যন্ত সক্রিয় রয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা): বিএনপি ও জামায়াত মিলে এই আসনে সর্বাধিক ১৩ জন প্রার্থী মাঠে রয়েছেন। এখানেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): এ আসনে বিএনপি-জামায়াতের ১০ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। বিভিন্ন এলাকায় জনসংযোগ ও শুভেচ্ছা ব্যানারে তারা নিজেদের জানান দিচ্ছেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলিয়ে ৯ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
নির্বাচনি হাওয়া: রাজশাহীর ৬টি আসনে বিএনপি, জামায়াত ও অন্যান্য বিরোধী দলের মনোনয়নপ্রত্যাশীরা এখন যে যার মতো প্রচারণায় ব্যস্ত। কেউ সামাজিক কর্মকা- চালাচ্ছেন, কেউ আবার গণসংযোগে অংশ নিচ্ছেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে জনগণের কাছে নিজেদের তুলে ধরছেন।
সব মিলিয়ে রাজশাহীতে নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর মধ্যে এখনই দৃশ্যমান তৎপরতা শুরু হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়।
আপনার মতামত লিখুন :