জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যারা এতদিন মব ব্যবহার করে নিজেদের শক্তি দেখিয়েছে, আজ তারাই মবকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে প্রশাসন দুর্বল হয়ে পড়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। নির্বাচন হলে সেটিও হবে ‘মবের নির্বাচন’।
গতকাল সোমবার দুপুর ১২টায় রংপুরের দর্শনার পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
স্মরণসভায় জি এম কাদের বলেন, ‘আজ দেশের প্রতিটি জায়গায় শুধু মব আর মব। মবের মাধ্যমে প্রশাসনের মনোবল দুর্বল হয়ে পড়েছে। প্রশাসন এখন আর নিয়ন্ত্রণে নেই। পুলিশ প্রশাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলেই সোহাগের মতো মানুষ নির্মমভাবে মার খেয়ে মারা যায়।’
মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজদের হাতে নিহত সোহাগ হত্যাকা-ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসপাতালের পাশে আনসার ক্যাম্প ছিল। সেখানে অস্ত্রধারী আনসার সদস্যও ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেননি। অর্থাৎ রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই।’
তিনি আরও বলেন, ‘সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের সমন্বয় নেই। এর প্রভাব পড়ছে রাজনীতিতেও। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’
জি এম কাদের বলেন, ‘জুলাই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছিল। সেই আন্দোলনে শ্রমিক পার্টির দুজন নেতা শহিদ হয়েছিলেন। কিন্তু এরপরও সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে রাখা হয়নি। উল্টো আমাদের গালি দেওয়া হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘বর্তমান সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা মিটিং-মিছিল করতে গেলেই বাধা দেওয়া হয়। যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি, তাহলে এটি কেমন গণতন্ত্র? নিবন্ধিত দল হিসেবে আমাদের অধিকার রয়েছে।’
জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই। প্রয়াত এরশাদের আদর্শেই দল চলছে। বারবার দল ভাঙার চেষ্টা করা হলেও কোনো ষড়যন্ত্র সফল হয়নি। জাতীয় পার্টি তার নিজস্ব গতিতেই চলবে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
স্মরণসভা শুরুর আগে এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা এরশাদের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :