মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:১৭ এএম

*আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি এবার সিরিজ জয়ে চোখ লিটনদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:১৭ এএম

*আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি এবার সিরিজ জয়ে চোখ লিটনদের

অবশেষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে তারা। গত ম্যাচে জয়ের পর এখন লিটন দাসদের চোখ সিরিজ জয়ের দিকে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে। সিরিজ নির্ধারণী এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে ছন্দে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। তবে সিরিজে ফেরার ম্যাচে ব্যাটিংয়ে বেশি নজর কেড়েছেন শামীম পাটোয়ারী। তার ২৭ বলে ৪৮ রানের ইনিংসটি বাংলাদেশকে বেশ এগিয়ে দেয়। ফিল্ডিংও নৈপুণ্য দেখান শামীম। কুশল মেন্ডিসকে রানআউট করেন তিনি। এটি ম্যাচের গেম চেঞ্জার ছিল কি না? ম্যাচশেষে শামীম জানান, ‘হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।’ পরে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে শামীম বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি, যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। জেতার আত্মবিশ^াস সবসময় থাকে। জিততে পেরেছি, এটা ভালো লাগছে।’ নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারো না কারো। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই এমন, যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রান তুলে বাংরাদেশ। জবাবে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এটি বাংলাদেশের জন্য এক স্বস্তির জয়। দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি ফিফটির ইনিংস খেলে ম্যাচসেরা লিটনের প্রশংসা করেছেন শামীম। তার মতে, অধিনায়ক লিটনের রানে ফেরা স্বস্তির বিষয়। তিনি বলেন, ‘তা তো অবশ্যই (লিটনের রানে ফেরা স্বস্তির)। লিটনদা অনেক ভালো ব্যাটিং করেছে। অনেক টার্নিং একটা পয়েন্ট। শুরুটা ভালো করতে পেরেছি বলেই শেষে ভালো ফিনিশিং দিতে পেরেছি আমরা। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। আসলে তখন মাঝেমধ্যে গেইম একটু সেøা করতে হয়। একটা ভালো জুটি দরকার ছিল। যেহেতু শেষে আমাদের ভালো ব্যাটার আছে, ফলে আমরা এটা শেষে কাভার করতে পারব ইজিলি। এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। হৃদয় এবং লিটন দাসের ইনিংসটা।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সঙ্গে কোনো লড়াই না করেই হারল লঙ্কানরা। বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করতে ভুলেননি শ্রীলঙ্কার অধিনায় চারিথ আসালাঙ্কা। তিনি বলেন, ‘গ্রেট ইনিংস খেলেছে শামীম। লিটন দাস দারুণ খেলেছে। তবে শেষদিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলেছে (জেম অব ইনিংস)।’ লিটনের ৭৬ রান করার পথে বারবার ক্যাচ মিস করা প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (লিটনের ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হয়েছে)। এ রকম ব্যাপার হতেই পারে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এ ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই।’ আসালঙ্কার মতে, ব্যাটিং ধসের কারণেই লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। তিনি বলেন, ‘আমরা হেরেছি খারাপ ব্যাটিং ও বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণে। আমি আগেও বলেছি, খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচটা হারিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে গেছে। এমন (মেন্ডিসের রানআউট) ঘটনা ক্রিকেটে হতেই পারে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!