দশমিনা উপজেলায় রিপন সিকদার (৩৮) নামে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১.৫০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়ন তালুকদার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন সিকদার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরদার বাড়ির মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি পেশায় একজন মাদক কারবারি। থানা সূত্রে যানা যায়, শনিবার রাতে গোপান সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার বাড়ির সামনে সড়ক থেকে ইয়াবা বিক্রির সময় রিপন সরদারকে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। দশমিনা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শনিবার রাতে ২০ পিচ ইয়াবাসহ রিপন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো করা হয়েছে।
আপনার মতামত লিখুন :