পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে রাস্তা ছাড়াই পরপর দুইটি বক্স কালভার্ট নির্মাণ হয়েছে। খাল ও নালার ওপর নির্মিত এসব কালভার্ট দিয়ে সাধারণ মানুষের কোনো যাতায়াত নেই। এনিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯লাখ ১৮হাজার টাকা বরাদ্দে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামে কালভার্ট দু‘টি নির্মিত হয়। একটি কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা। ৫০ মিটার দূরে আরেকটি কালভার্ট নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭ লাখ। মোট ব্যয় ৬৯ লাখ ১৮ হাজার টাকা। কাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, নি¤œমানের সামগ্রী ব্যবহার করে ডিজাইন না মেনে কাজটি করা হয়েছে।সাতানীর স্থানীয়রা অভিযোগ করেন, সাবেক সাংসদ এবিএম রুহুল আমীন হাওলাদারের মসজিদ কমপ্লেক্সের স্বার্থেই নির্মাণ করা হয়েছে এই কালভার্ট। তবে এলাকার কোথাও সড়কের অস্তিত্ব নেই, এমনকি ভবিষ্যতেও রাস্তা তৈরির কোনো পরিকল্পনা নেই।ঠিকাদার মেহেদী হাসান রোহান জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশনায় কাজ করেছেন। অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, স্থানীয় এমপির প্রকল্প হওয়ায় কিছু করার ছিল না। টেন্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে।
আপনার মতামত লিখুন :