শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:১০ পিএম

উপেক্ষিত অলিম্পিয়ান আরচার সাগর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:১০ পিএম

উপেক্ষিত অলিম্পিয়ান আরচার সাগর

২০২৪ প্যারিস অলিম্পিকে নিজ যোগ্যতাবলে সরাসরি খেলেছিলেন আরচার সাগর ইসলাম। রিকার্ভ একক পুরুষ ইভেন্টে সরাসরি খেলার কৃতিত্ব দেখান তিনি। অথচ ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তির তালিকায় নাম নেই এই কীর্তিমান আরচারের।

আইওসি উন্নয়নশীল দেশের জন্য এক অলিম্পিকের পর আরেক অলিম্পিক পর্যন্ত প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান করে থাকে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ছয় ক্রীড়াবিদের নাম আইওসি স্কলারশিপের জন্য চূড়ান্ত করেছে। তারা হলেনÑ আরচার আব্দুর রহমান আলিফ, হিমু বাছাড় ও পুষ্পিতা জামান। অন্য তিন জন হলেনÑ শুটার রবিউল ইসলাম, কামরুন নাহার কলি ও শায়রা আরেফীন। বিওএ, আইওসি, খেলোয়াড়-ফেডারেশন ত্রিপক্ষীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ছয়জন ক্রীড়াবিদ সেপ্টেম্বর থেকেই বৃত্তির আওতায় আসবেন বলে জানা গেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই নাম চূড়ান্ত করেছে মূলত ফেডারেশনগুলোর তালিকার ভিত্তিতে। আরচারি, শুটিং, বক্সিং ও ফেন্সিংÑ এই চার ফেডারেশনের কাছে সম্ভাবনাময় খেলোয়াড়ের তালিকা চেয়েছিল বিওএ। সেখানে আরচারি ফেডারেশন সাগরের নামই পাঠায়নি। ফলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিবেচনায় আনার সুযোগই পায়নি। সাগরের নাম না পাঠানোর কারণ হিসেবে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘পারফরম্যান্সের ভিত্তিতে আমরা কম্পাউন্ড ও রিকার্ভ একজন করে নারী-পুরুষ চারজনের নাম পাঠিয়েছি।

রিকার্ভ পুরুষ এককে সাগরের তুলনায় আলিফের পারফরম্যান্স ভালো। এ জন্য আলিফের নাম দেওয়া হয়েছে।’ আলিফ সম্প্রতি এশিয়ান আরচারিতে স্বর্ণ জিতেছেন। তিনি বেশ সম্ভাবনাময় কিন্তু রিকার্ভ নারী এককে পুষ্পিতা জামানের আন্তর্জাতিক অঙ্গনে তেমন সাফল্য নেই। সেখানে সাগরের নাম নেই কেনÑ এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘আমরা নারী-পুরুষের সমতা নিশ্চিত করেছি। এ জন্য রিকার্ভ ও কম্পাউন্ড দুই ইভেন্টেই একজন নারী ও একজন পুরুষের নাম দিয়েছি। কয়েক মাসের জাতীয়-আন্তর্জাতিক পারফরম্যান্স বিবেচনা করেই টেকনিক্যাল কমিটি নামগুলো চূড়ান্ত করেছে।’ ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরা আর্থিকভাবে খুবই নাজুক। অলিম্পিকের বৃত্তিতে থাকা ক্রীড়াবিদেরা মাসে প্রায় লাখ টাকার মতো সম্মানী পান।

তিন বছরের বেশি সময় এই বৃত্তির আওতায় থাকলে সেটা ক্রীড়াবিদদের জন্য দারুণ একটা আর্থিক সংস্থানও। প্যারিস অলিম্পিকের আগে সাগর বৃত্তির আওতায় ছিলেন না। এর পরও তিনি চমক সৃষ্টি করে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। সেই সাগরকে এবার অলিম্পিকের বৃত্তির জন্য ফেডারেশন নামই পাঠাতে পারেনি। তবে এখনই তার দরজা বন্ধ হয়ে যায়নি বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘আগামী অলিম্পিক তিন বছর পর আমরা প্রতিনিয়ত পারফরম্যান্স মূল্যায়ন করব। আলিফের চেয়ে সামনে সাগর ভালো করলে তখন আমরা সাগরের নাম বিবেচনা করব।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নাম চূড়ান্ত করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পাঠায়।

আইওসি একবার আনুষ্ঠানিক অনুমোদন দিলে পরে পরিবর্তন করা কষ্টসাধ্য। ইনজুরি বা বড় কোনো ঘটনা ছাড়া সাধারণত পরিবর্তন হয় না। যদিও প্যারিস অলিম্পিকের বৃত্তির সময় শুটিংয়ে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল শুটিং ফেডারেশন ও বিওএ। বক্সিং ফেডারেশন উৎসব আহমেদ ও জান্নাতুল ফেরদৌসের নাম দিয়েছিল অলিম্পিকের বৃত্তির জন্য। অলিম্পিক দুই বক্সারের সাক্ষাৎকার নিলেও শেষ পর্যন্ত আরচারি ও শুটিংÑ দুই ডিসিপ্লিনের ওপরই ভরসা রেখেছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!