সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য প্রকাশ করুক। এ পেশায় যারা আছেন, তারা সত্য তথ্য প্রকাশে আরও বেশি অনমনীয়, দায়িত্বশীল হোক। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে মতপ্রকাশের যে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, সেটির সর্বোচ্চ ব্যবহার হোক। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, সেই সংগঠনের জন্মের ইতিহাস, সৃষ্টির মহান লক্ষ্যের বিষয়গুলোই উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। নতুন করে তাদের দুর্বলতা, সীমাবদ্ধতা, গাফিলতি, ত্রুটি-বিচ্যুতিকে উপলব্ধি ও পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে সুসংগঠিতভাবে চলবার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হচ্ছে অনুপ্রেরণার উৎস।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন অপরাধ বিভাগের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য তুলে ধরবেন। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই মতপ্রকাশের স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার আমরা আশা করব। দেশের গণমাধ্যম এখনো মুক্ত হয়নি, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন, ক্র্যাবের উপদেষ্টা সাবেক সভাপতি ফখরুল আলম, মিজান মালিক, সাবেক সভাপতি আবুল খায়ের, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান ক্র্যাবকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
এ সময় ক্র্যাবের কাছে প্রত্যাশা জানিয়ে তারা বলেন, ক্র্যাব এমন একটি সংগঠন যারা দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য দেশের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। সরকারকে সঠিক রাস্তা দেখানোর জন্য তারা দায়িত্ব পালন করে। এই স্বীকৃতি তাদের দিতে হবে, তারা যে হুমকি ও সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আলাউদ্দীন আরিফ, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বিকু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং ক্র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোড়ার গাড়ি নিয়ে ব্যান্ডের বাদ্য-বাজনা বাজিয়ে শোভাযাত্রা করা হয়।
এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির উদযাপন করা হয়। শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ ছাড়া এ দিন সন্ধ্যায় কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ক্র্যাব নাইট অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবশেন করেন দেশবরন্য জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন