কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন রাজিব মিয়াসহ আরও ১০ জন। নিহত হিমেল মিয়া (৩০) বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে। আহত রাজীব মিয়া একই এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক একই এলাকার বাসিন্দা। গত ৫ আগস্টের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে মাদক সেবনের সময় দুই গ্রুপের কয়েকজন বড় ভাই-ছোট ভাই নিয়ে রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় আবারও ঝগড়ায় লিপ্ত হয়।
ঘটনাটি বড় হওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় এরই জেরে গতকাল সকালে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সময় হিমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং রাজীব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হিমেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বিকেল ৩টার দিকে পথে তার মৃত্যু হয়। নিহত হিমেল যুবদল নেতা রাজন মিয়ার খালাতো ভাই ও আহত রাজীব তার সহোদর বড় ভাই।
বৌলাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, কিছু দিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণেই আজ সংঘর্ষের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বলেন, এমদাদ ও রাজন দুজনই যুবদলের নেতা। গত ৫ আগস্টের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। গতকাল শুক্রবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে হিমেল গুরুতর আহত হয়। তার শরীরে বিভিন্ন কুপের চিহ্ন রয়েছে। ময়মনসিংহ নেওয়ার পথে হিমেল মারা যায়। এ ঘটনায় রাজিব নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন