গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের আগের দিন সেতুর ল্যাম্পপোস্টের ৩০০ মিটার তার চুরির ঘটনা ঘটেছে। ফলে উদ্বোধনের দিন থেকেই অন্ধকার হয়ে আছে তিস্তা সেতু। বিষয়টি সেতু কর্তৃপক্ষ গোপন রাখলেও ফাঁস হয়ে যায়। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
জানা যায়, উদ্বোধনের পর সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতার কাজ শেষ করা হয়। তবে সন্ধ্যায় লাখো দর্শনার্থী নারী-পুরুষ তিস্তা সেতু দেখতে এসে পড়েন অন্ধকারে। সেতুর শোভাবর্ধনে ব্যবহৃত বিদ্যুতের খুঁটিতে সংযোগ না থাকায় গোটা সেতু এলাকা ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। দর্শনার্থীরা সেতুতে উঠে নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। তখন বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। ফলে তিস্তা সেতুর বৈদ্যুতিক বাতি জ¦লে না ওঠায় যানজটসহ অনেককে অন্ধকারে হেনস্তার শিকার হতে হয়। তবে এত নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরির বিষয়টি কারো নজরে এলো না কেন, সে বিষয়ে সেতু কর্তৃপক্ষ ভাবনায় পড়েছেন।
এলাকাবাসী মনে করছেন বিষয়টি ৩ দিন অতিবাহিত হলো অথচ এলজিইডি কর্তৃপক্ষ থানা পুলিশকে চুরির বিষয়টি না জানিয়ে গোপন রাখেন।
সিকিউরিটি ইনচার্জ নুর আলম জানান, কবে তার চুরি হয়েছে জানেন না। তবে বাতি না জ¦লে ওঠার পর তারা বুঝতে পারেন কোথাও কিছু ঘটেছে। তিনি বলেন, বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যে সেতুর সংযোগ ঠিক হয়ে যাবে।
এ ব্যাপারে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, সেতুর ওপরে ও আশপাশে শোভাবর্ধনের জন্য বিদ্যুতের সংযোগ তার চুরি হওয়ার বিষয়টি নিয়ে তারাও চিন্তায় পড়েছেন। উদ্বোধনের পর সন্ধ্যা থেকে সেতুর তার আশপাশের কোনো লাইট জ¦লে না ওঠায় গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে। পরে আমরা জানতে পারি, সেতুর সংযোগ অন্তত ৩০০ মিটার তার চুরি হয়েছে। তবে থানা পুলিশকে জানানো হয়নি। এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, কর্তৃপক্ষের চুরিসংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যেই অনুমোদন মিলবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন